কোন দিন জানি বাজবে ঘন্টা
জামাল উদ্দিন জীবন


হায়রে কোন দিন জানি বাজবে ঘণ্টা
তুই জগতের মাঝে মুদিবে দুই আঁখি ২য়
একাবার  ভেবেছ কি দূরে উড়ে গেছে
পিঞ্জিরায় রাখা সোনার ময়না পাখি ২য়


আমি ডাকি তারে কত বিনয় করে
ও পাখি আয়না একবার নীড়ে ফিরে ২য়
আমি থাকবো না তোর খাঁচার ঘরে
মুক্ত হয়ে উড়ছি সুন্দর বন বাদারে ২য়                                                                      


ঘরের মাঝে নেই কোন আলোর বাতি
চারি দিক অন্ধকার কাঁদ পরে দিবা রাত্রি ২য়
থাকবো না তোমার আঁধারে সঙ্গের সাথী
কবি জীবন বলে সব হারাই ঘটিল বিপত্তি ২য়
রচনা কাল : ১২/০১/২২০২৩