দয়াল তোমায় পাবার আসা করে
জামাল উদ্দিন জীবন


দয়াল তোমায় পাবার আসা করে
আমি বসে আছি আজ পার ঘাঁটায় (২)
এই অধমের রয় মিনতি দয়াল চান
তুমি সাথে নিও শেষ বিদায় নৌকায় (২)


কি ধন আছে তোমায় কি ধন গো দিব
জীবন যৌবন সকল দিয়া চরণ সেবিবো (২)
তোমার নামের মালা গলায় পরিব দয়াল
মনের আসা প্রেম পিপাসা জ্বালা জুড়াইব (২)


পরে আছি অন্ধকারে মিছে মায়ার ডোরে
বেলা গেলো সন্ধ্যায় আসলাম ভব পারে (২)
মুর্শিদরে পাই না খুঁজে পারের পথের দিশা
জীবন বলে ও অকূলের গোঁসাই নাম ভরসা (২)
রচনাকাল : ০২/০০২/২০২৩