দুনিয়ায় আসিয়া
জামাল উদ্দিন জীবন


ও জগতের আয়োজন ফুরাইবে
ধরায় এ ভব লীলা সাঙ্গ হবে
কেউ রবে না সাথে দেখ ভাবিয়া
মানুষ বড়াই কর দুনিয়ায় আসিয়া


অন্ধকার মাটির ঘরে থাকিবে একা
কাছে এসে কেই দিবে না কভু দেখা
মুদিলে তোর এ দুটি নয়ন পর হবে
সুন্দর মাটির গড়া পুতুল সব প্রিয় জন


এ সাধের দুনিয়া দাড়ি অতিথি দিন চারির
ভাবছো তুমি নিতে আসবে কাছে সওয়ারি
ও নিয়ে যাবে সঙ্গের সাথী করে নাইয়রি
কত আসা ছিলো রবো রঙের বাসর করি


ভুলবে পরিবার জোড়ের ভাই আত্মীয় স্বজন
চলে গেছে আমার মরা ভেবে কয় কবি জীবন
চার জনার কাঁধে চড়ে চার বেহারা পালকি করে
চলে যাবে অচিন পুরে হবে না ফেরা আপন দেশে
রচনাকা : ০৪/০১/ ২০২৩