একুশের প্রথম প্রহরে
জামাল উদ্দিন জীবন


একুশের প্রথম প্রহরে কি হলো হিয়ার ভিতরে
কান্নার করুন সুর বাজেগো অবুঝ এই অন্তরে
ছেলে হারা মায়ের বুকে যন্ত্রণার প্রতিধ্বনি শুনি
বুকে উঠে দুখের পাহাড় নীরবতা বঙ্গের জননী।


আমার ভাষার কথা বলি জগতে অবাক হয়ে দেখে
মরণ এলে মরতে পারি ভাষার জন্য সকলে হাসি মুখে
যন্ত্রণার প্রতিধ্বনি বাজেরে বুকে ব্যথা যায় নাতো বলা
মায়ের ভাষায় জন্য অস্ত্র ধারা হাতে দেখেই আত্ম ভোলা।


স্বজন হারানোর ব্যথা বলি একাই আপন মনে নির্জনে
মনে পড়ে যায় স্মৃতি মাখা শত কথা বিরহ ভরা গুঞ্জনে
আঁখিতে স্বপ্ন দোলে মায়ের ভাষাতে কথা বলে সব জনে
বিশ্ব বাসী আকুল হয়ে নাচে অপরূপ মায়ায় সুরের টানে।


এ ব্যথা কাউকে যায় নাতো বলা বিহ্বল হয়ে অস্ত্র তোলা
রাখতে ভাষার মান হয়ে চির অম্লান সামনে এগিয়ে চলা
অপলক নয়নে দেখে আত্ম ভোলা ভাইয়ের রক্তের সে দান
তোমরা হলে চির মহান ইতিহাসের পাতায় দিলে বলিয়ান।
রচনা কাল : ০৩। ০৩। ২০২২