গীতি কবিতা ৫৭ সাঁই রাব্বানা তোমায় আমি চিনতে পারলাম না
জামাল উদ্দিন জীবন


ওগো সাঁই রাব্বানা ওগো সাঁই রাব্বানা
তোমায় আমি চিনতে পারলাম না
আমায় জ্ঞান বুদ্ধি বিবেক দিলে
চর্ম চোখে একবার দেখতে পেলাম না


নীরাকারে আছো তুমি সর্বত্র বিরাজমান
অধম পাপী বান্দায় করি নামের গুন গান
দয়া চাই দয়ার সিন্ধু দয়া করো এক বিন্দু
তুমি বিনে জগত স্বামী কেউ নেই আমার


বহু নামে ধরা ধামে তোমার হয়েছো প্রচার
বলো ওগো সাই নিরাঞ্জন উপায় কি আমার
তোমাকে ভুলে গেছি পাপের পথে ডুবে আছি
কোন সাধনে পাব মুক্তি দাও পথের দিশা তোমার


আদর যত্ন ভালোবাসায় জগত বানালে তুমি মানুষ
স্রষ্টার কথা ভুলে গিয়ে মানুষ ঘুমেতে রইলো বেহুঁশ
আল কোরআনের ঘোষণা আদেশ নিষেধ মানলে না
জীবন বলে মানুষ দোযোখী পাবে শাস্তি ভয়ে কাঁদে না


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল ১৪।০৮।২০২১