মাতাল সমীরণে
জামাল উদ্দিন জীবন


মাতাল সমীরণে
পাখিদের বিচরণে
ফুলের মৌ মৌ গন্ধে
হাতে হাত রেখে প্রিয়া
দিয়েছে কথা রবে জীবনের আনন্দে ২


দুচোখে স্বপ্ন আঁকা
কত স্মৃতি মধু মাখা
হৃদয়ের গহীনে.....
মনেরই আয়নাতে তার ছবি শুধু ভাসে আমার জীবনে ২


অভিমান ভুলে আপন করে নাও
সুখের বেলা বয়ে বয়ে চলে যায়
একাকী হারাতে চাও কোন অজানায়
আমিও সাথে রব দুজনে পাশাপাশি একি ঠিকানায় ৩


শত আয়োজন আজ নিমন্ত্রণ
বাধবো দুজন সুখের বাসর
সাথী দুরে কেন কাছে আস
শেষ হয়ো এলো প্রতীক্ষার প্রহর ৪


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ১২.০৬.২০২০ ১০.২০ মিনিট