বন্ধুর প্রেম বিরহে জ্বলে
জামালণ উদ্দিন জীবন


বন্ধুর প্রেম বিরহে জ্বলে অনল আমার অন্তরায়
অনল দেখা নাহি যায়রে আনল বুঝা নাহি যায়
ধিকি ধিকি জ্বলে আগুন জ্বল দিলে বাড়ে দ্বিগুণ
আমার কলিজা পুড়িয়া হয় ছাইরে নিভানো দায়
বন্ধুর প্রেম বিরহে জ্বলে অনল আমার অন্তরায়


ওরে কি আগুন লাগাইয়াছে বুকেরে আমার কি আগুন
পুড়াই মারে দিনে রাতে আমি দুঃখ বলবো কার কাছে
জ্বলে পুড়ে হইলাম সারা সোনার দেহ হয়ে যায় অঙ্গার
বন্ধু বিনে এই জগতে বেঁচে থাকা দায় বলো না উপায়


আমি যাব মারা প্রাণের বন্ধুয়ার শোকে দেখলে প্রাণ বাঁচে
কোথায় গেলে তারে পাবো বলো না উপায় সখি রে আমায়
বন্ধুর শোকো মহা রুগী  আমি প্রেম করিয়া এই জ্বলা ভুগি
জীবন বলে শেষ বিদায়ে দেখা দিয়ো আমায় যদি মনে লয়  


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন  
রচনা কাল : ০৩.০৭.২০২১সময় দুপুর ১২ ঘটিকা ৩০ মিনিট