তরী আমার ভিড়াইয়ো কিনা রায়
জামাল উদ্দিন জীবন

ও মুর্শিদ ও ও মুর্শিদ ও
আমি তোমার নামে ছাড়লাম তরী
তোমাতে ভরসা করি
তরী আমার ভিড়াইয়ো কিনা রায়

আমি যদি ডুইবা মরি কলঙ্ক রয় তোমারি
জগতে কে ডাকিবে নিদান কালে
আশেকে মাশুকে মিলে কত রঙ্গের খেলা
খেলে দেখি জনম ভরি ও মুর্শিদ ও

আমায় কোন বা দোষে ছেড়ে গলে
কার নিয়া ঘর বাধিলে প্রেমে পরি
আমার সোনার ঘর রয় শূন্য পরি
এসে মোরে করো ধন্য বাসনা আমারি

গীতিকার ও সুর কার জামাল উদ্দিনজীবন
রচনাকাল : ১১.০৬.২০২০ ৩.৩৫ মিনিট