ওগো সাই রাব্বানা ওগো রাব্বানা পুড়াও বাসনা
জামাল উদ্দিন জীবন


মানব জনম নিয়ে আইসা চিনলাম না তোমায়গো
কর্ম দোষে হারাই সবি পরকে কেন আপন ভাবি
মিছে মোহ মায়া ছবি আপন কি ধন চিনলাম না
ওগো সাই রাব্বানা ওগো রাব্বানা পুড়াও বাসনা


নিরাকারে আছো তুমি সর্ব জনা কয় লুকাইলে কোথায়
আমার এই দেহেতে প্রাণ রইয়াছে দেখিবার আসায়
ভবের মাঝে তালাশ করি ওগো তুমি রইয়াছো কোথায়
মানব জনম বৃথাই গেলো না দেখিয়া তোমায় আল্লাহ


দমে দমে ডাকি তোমায় পাপী তাপী গুনা গার বান্দায়
রঙ্গ রসে হেসে খেলে দেখিগো গুনার দিন ফুরাইয়া যায়
কবি জীবন ভেবে কয় কোন দিন জানি ডাক এসে যায়
করিও পার পুলসিরাত মিজানে শেষ বিচারে আখেরাতে


গীতিকার ও সুরকার জামাল উদ্দিন জীবন
রচনা কাল :  ১২.০৭.২০২১ ,১১ঘটিকা