ঝিরি ঝিরি বাদল দিনে মন উচা টন প্রিয়ার সনে
জামাল উদ্দিন জীবন


ঝিরি ঝিরি বাদল দিনে মন উচা টন প্রিয়ার সনে
হিয়ার মাঝে রেখেছি তোমায় সাথী ওগো সঙ্গোপনে
শোনাবে গান মধুর সুরে অপেক্ষায় আছি নির্জনে
মনে দোলা দেয় প্রথম দিন মিলনের স্মৃতি মাখা


আঁখি পানে স্বপ্ন ভাসে আমার সাথে মেঘেরা হাসে
হিয়ার মাঝে অজানা ভয় সাথী কেন হৃদয়ে সংশয়
ভালোবেসে গলায় নামের মালা কলঙ্কের নাই শেষ
লোকের কথায় কি আসে যায় কলঙ্ক লাগিলে গায়ে


নিরালায় ভাসাই প্রেমের তরী আসতে কেন করো দেরি?
আষাঢ় শ্রাবণে যৌবনে মৌ আনে রঙ দোলা দেয় মনে
দক্ষিণা পবনে সুঘ্রাণ বহে শত আয়োজন বাতায়নে ঘেরা
মরমে মরেছি প্রীতিতে ডুবেছি সাথী হয়ে ওগো দিশেহারা