আপন ঘর ছাড়িয়া পাখি উড়ে যায়
জামাল উদ্দিন জীবন


আপন ঘর ছাড়িয়া পাখি উড়ে যায় অন্যের ঘরে
পাখি আমার হইলো নারে আপন হয়ে যা যা বর
আদর যতন সব ভুলে রয় এই ছিলো তার মনে
আপন ভাবা ভুল ছিলো মোর পাখি কাদায় ভুবনে
    
আসার আলো সব নিভে যায় মনের কথা কারে শুধায়  
পাখি আমার রইলো কোথায় খুঁজি এখন দূর অজানায়
গগন মাঝে মেঘ দেখা যায় নীড়ে ফিরে আয় ডাকি আয়
আমার মনের গহীন ব্যথা রে সকল রইলো এই অন্তরায়


কোন বা দোষে ছেড়ে গেলো পাখি না আমার আপন হলো
কবি জীবন ভেবে কয় বনের পাখি সর্বদা সুখ খুঁজে বেড়ায়
ওরে মানুষ রইলি রে বেহুঁশ জগতে মাজে মিছে পাখির মায়ায়            
আমি সইবো কেমনে হারানোর শোক রে দেখি নীরব যন্ত্রণায়


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল:  ২৪.০৭.২০২১ সকাল ১০টা ৫০ মিনিট