প্রতি রাতে স্বপ্ন আসে
জামাল উদ্দিন জীবন


প্রতি রাতে স্বপ্ন আসে শত আয়োজন হৃদয় হাসে
ভালোবাসা সুধু স্মৃতি ময় মনের আঙিনায় ভাসে
আমাকে ভেবে কেন মনের ঘরে বাসর সাজাও না
প্রিয়া সুখে আছো বলে আগের মত ভালোবাসে না


বিশ্বাসে গড়া পৃথিবী ভেঙ্গে দিলে অবিশ্বাসের ঝড়ে
ও নিঃশ্বাসে বিষের ছোঁয়া বারে বারে জীবনে লাগে
আলোকিত পৃথিবী আমার নিরাশার আঁধারে ডাকে
হারিয়েছি আমার সব কূল ভুল মানুষ ভালোবেসে


আষাঢ় শ্রাবণের বারি ধারা বয় এখন দুচোখে
বাজে না মনেরই বীণা তোমাকে ভালোবেসে
নতুন সূর্যোদয় দিবে কিরণ জীবনের বারো মাসে
হৃদয়ের আঙিনায় ফুটাবে কি ফুল কলি তুমি এসে


গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ৩১.০৮.২০২১