গীতি কবিতা দয়াল তুমি বিনে কেহ নেই
জামাল উদ্দিন জীবন


দয়াল তুমি বিনে কেহ নেই
বান্ধব ভবের এই না সংসারে ২য়
পরে এই মোহ মায়ার ডোরে
আমি ভুলে আছি গো তোমারে ২য়


কত রঙ তামাশায় মজে আছি
আপন কর্ম দোষে হয়েছি দুষি ২য়
না চিনিয়া তোমারে প্রাণের দয়াল
সর্বদা অন্ধকার ঘরে পড়ে থাকি ২য়


খারাপ আমার ললাটের লিখন
নেই তোমাকে সাধন ভোজন ২য়
দিবসে রাত্রিতে করি আয়োজন
দয়াল আপন গুনে দাও দর্শন ২য়


অকূলের সাই গো পাড়ের কাণ্ডার
তুমি ভরসা মোর দোহাই বারং বার ২য়
জীবনে বলে ভক্তরে করিও উদ্ধার  
নিদানে দেখা দিও মিনতি আমার ২য়
রচনাকাল : ০৫/১১/২০২২