গীতি কবিতা মন চিনতে চাইলে আপনাকে
জামাল উদ্দিন জীবন


মন চিনতে চাইলে আপনাকে
ছেড়ে দাও এই দুনিয়া দাড়ি
পাক পাঞ্জাতন চিনতে শিখো
নিজেকে লও আত্ম শুদ্ধ করি।


মায়ার বন্ধন স্নেহের বাঁধন
থাকবে তোমার জগত ভরি
ওরে বসে গেলে কোট কাচারি
কি উপায় হবে বলো চিন্তা করি?


মানুষ হাওয়া দমে আসে যায়
আঁখিতে নাহি তারে দেখা যায়
ওরে যতন করে ধরতে গেলে সে
বিরাজমান আপনা লয়ে মন হরি ।

শিশু থেকে যৌবন আসে বৃদ্ধ কাল
সঙ্গের সাথী  ছিলো যারা আমার
গেলো সবে আমায় একেলা করি
সাধের মানব জনম বৃথায় রইল পরি।


লোভী মনোরে ওরে আমার আমার করিয়া
আল্লাহ রসুল ভুলিয়া ভবের মায়ায় ডুবিয়া
পূর্ণ জনম মানিক রতন খালি হাতে বেচিয়া
জীবন বলে অন্ধকার দেখি পার ঘাঁটায় আসিয়া।
রচনা কাল :২৭/০৯/২০২২