হামার লাগি পতাকা আনতে ০৪
জামাল উদ্দিন জীবন


বাজানরে এই বিজয় দিয়ে কি করবো আমি?
আমার শূন্য ঘর বংশের চেরাগ নিভে গেছে
বুকটা খালি হাহাকার ভরা মনে কেমনে সয়ে
থাকি অবলার মন মনে হলেই বুক ভেজা ক্রন্দন।


আঁখি জ্বল শুকায় না বেদনার নোনা জ্বল ফুরায় না
কেউ দেখে না বুঝে না অন্তরের যাতনা মর্ম বেদনা
কার কাছে শুধাই হারানোর বেদনার শেষ কোথায়
কত আয়োজন হয় বিজয় কেন্দ্রিক সারা দেশ জুড়ে।


আমার বিজয় সোনা বলো কবে ফিরবে মোর ঘরে?
আপন স্বজন দূর দূর করে পাই না খেতে পেট ভরে
দুবেলা দুমুঠো অন্য এসব সকল হলো বিজয়ের জন্য
স্বাধীনতা নিজের অধিকার মানুষের মত মাথা উঁচু করে।


বেঁচে থাকা বিশ্ব মাঝে আলাদা পরিচিতি সব এরই জন্য
লাউ ডগা ছিমের ঝাংলার নিচে মানিক আমার ঘুমিয়েছে
চাই না কিছু কারো কাছে হামার পরিবারের কথা কারো কি?
মনে আছে? ভুলে গেছে সবি দেশের মানুষ পতাকা পেয়েছে।


গেয়ে উঠে নতুন সুরে গান কবিতা দল বেধে দিবা নিশি শুনি
লোকে বলে দেশ মাতার মত তুমিও সার্থক আজ বঙ্গ জননী
তোমাদের বলিদান ভুলবোনা কভু দেশ বাসি থাকতে প্রাণ
লক্ষ কোটি সন্তান তোমার গেয়ে যাই সকলে বিজয়ের গান।