জননী
জামাল উদ্দিন জীবন


জননী তোমার তরে আমার এ প্রশ্ন
কেউ তার উত্তর দিলো না তুমিও কি?
সকলের মত নীরব হয়ে থাকবে।


মাগো তোমার হাজার কোটি সন্তান
বক্ষে ধারন করেছো তুমি যত্ন করে
কত না শীতল তোমার বুক কত না
শান্তি তোমার কাছে কতটা সহজে।


ভুলিয়ে দিতে পার সকল সন্তানের দুঃখ
ব্যথা কষ্ট আর যন্ত্রণা সকলের জন্য
সমান অধিকার বিদ্যমান তবে কেন?
তোমার সন্তানেরা অন্যের তরে নিজেকে।


বিলিয়ে দিতে শিখেনি দায়িত্ব কর্তব্য করতে?
তোমার সন্তানেরা কবে সুশিক্ষায় শিক্ষিত হবে
পর উপকার করতে শিখবে পরিবর্তন করবে নিজেকে
জাগ্রত করতে পরবে নিজের বিবেক মন আত্মা আর ।


নিজস্ব সত্তাকে প্রকৃত শিক্ষার মূল্যায়ন করবে এ জাতি
তুমি বলতে পার মাগো?কবে এ দেশ,জাতি,সমাজ তথা
শিক্ষিত মানুষগুলোর ঘুম ভাংবে?
সমগ্র দেশের মঙ্গল হবে ।