জীবন নদীর মোহনায় ০১
জামাল উদ্দিন জীবন

জীবন নদীর মোহনায়
দাঁড়িয়ে আছি আজ একা
ক্রমশ জীবনটা জটিল যাচ্ছে
কারণে অকারণে ভারি হয়েছে।


বেদনা বিধুর বুকে জমা দীর্ঘশ্বাস
কোথায় যে হারিয়ে গেল মোর?
জীবনের সোনালী অতীতের দিন
দিন বদলের দিন এসেছে হয়নি।


বদল আজও মোর ভাগ্যের চাকা
কী পেলাম জীবনে সকল ফাঁকা?
প্রস্ফুটিত সে ভোর আজ মেঘে ঢাকা
আলোর বন্যায় ভাসা নদী গুলো।


আজ অমানিশা অন্ধকারে ঢাকা
বৃথা প্রাণ পণ করেছি একাই জগতে
কেউতো ছিল না আমার সাথে
এখন দেখি আমরি ছায়া চারিপাশে।


বলছে বিশ্রাম নাও না তুমি কিছুক্ষণ
কাদের জন্য তোমার এ ছুটে চলা ?
তারা কি কখনও দিবে গলে পুষ্প মালা?
জ্বল জ্বল করা জীবনের পূর্ণিমার আলো।