জীবন বড় বিচিত্র ময়। জীবন বড়ই অদ্ভুত। লোকে বলে সহজ চলতে গিয়ে দেখি বড়ই কঠিন। ক্ষণে ক্ষণে রঙ বদলায়। কখন কোন  অবস্থানে নিয়ে যায়। ঘটনা ঘটে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বলা যায় না। সামনের সময় কি অপেক্ষা করছে তার জীবনে।আসা নিরাসার দোদুল্যমান ভেলায় ভাসতে ভাসতে এ কূল হতে অন্য কূলে অবস্থান করে।মনে মনে ভাবে এটাই স্থায়ী ঠিকানা। না জীবন চলমান এক দ্রুতগামী ট্রেন। ছুটে চলে অবিরাম গতি নিয়ে কোন স্টেশনে স্থায়ী না। মানুষ এই ছুটে চলার মাঝে স্বপ্ন দেখে বাসর সাজায় চির দিন জগতে থাকতে চায়। এটা কখনো সম্ভব নয় জগৎ সংসারে মানুষ কিছু দিনের অতিথি মাত্র। ছুটে চলার মাঝে কখন হটাত করে  ঝরে যায় মানুষ। এটা চির চরিত সত্য। জীবন নামের গোলকধাঁধায় প্রতি নিয়ত মানুষ ঘুরছে লাটিমের ন্যায়। কেউ জানে না তার চলার শেষ ঠিকানা কোথায়।
।। জীবনের গল্প নামক গ্রন্থের কিছু উক্তি।।
পাণ্ডুলিপি লেখার কাজ শুরু করেছি।