জীবনের অবেলায় ০১
জামাল উদ্দিন জীবন


বসন্তের এই শিশির ভেজা ভোরে পবন এসে বলে
তোমার প্রেমময় উদ্যানে ভালোবাসার পলি জমেছে
নতুন রঙ নানা বর্ণের বৃক্ষরাজি ডালপালা মেলে
শতকুসুম কলি সুঘ্রানে মহিত করে চারিধার আনন্দে।


পত্রযুগল অঙ্গে পড়েছে তাদের চেনা মন মাধুরীর শাড়ি
তোমায় আপন করে আমার মনমাঝে আজ পেতে চায়
আমার হিয়ার মাঝে তোমার বসবাস এখন মনে হয়
কি অপরুপ সে রুপের কিরণ বলিতে কুন্ঠিত ভাষায় ।


আমার পোড়া দু,নয়ন সর্বদা তোমার বদনপানে হারায়
খোঁপায় গোঁজা হরেক রকম ফুল তুলিতে করনি ভুল
লাল শাড়ি লাল চুড়ি রঙেতে সেজে আছ আজ নিলাম্বরী
কপালে লালটিপ দিয়ে তোমার সাজা হয়নি এখনও শেষ।


সাঁঝেরবেলায় চাঁদমুখের পড়ছে সুন্দর মনমাতানো ছায়া
তোমার জন্য আমার মনে জমেছে ভালোবাসার মধু মায়া
ঢেউখেলে যায় হৃদয় আত্মায় অবারিত শিহরণ প্রিয়জন
কবেআসবে তুমি আামায় নিতে করে তোমার আপনজন।