কালের গর্বে হারিয়ে যাব ০১
জামাল উদ্দিন জীবন


বিশ্বাসের পালে অবিশ্বাসের হাওয়া বইছে
মন মাঝি আর আগের মত যত্নে সুর তুলে না
হারিয়ে যেতে তেপান্তরে বহু দূর অজানায়
জীবনের শেষ প্রান্তে এসে ভুল করলাম বৈকি।


এর মাশুল গোনার সময় হয়তো ফিরে পাব না
ভাবি না নতুন করে হারানো অতীতকে নিয়ে
সমাজ সংসারের কাছে যার প্রয়োজন টুকু  
ফুরিয়ে গেছে অনেক আগে কি লাভ ভেবে।


হৃদয়ের বন্ধনে বন্দি করতে গিয়ে হেরেছি
শুধু কি একা হয়তো হারোনি তুমি ধরায়
বিষাদের কালো ছোঁয়ায় ছেয়ে গেছে মন
কালের গর্বে হারিয়ে যাব সবার মত করে।


আহ মিথ্যে অভিনয়ে সাথে বারং বার সন্ধি
চুক্তি পত্রের শকল শর্ত ভেঙ্গে চলে যাওয়া
সুখের অন্বেষণে পুরনো ভুলে সুখ বিলাসী
পেয়েছ হয়তো জাগতিক সুখ হয়ে দাসী।


আত্ম মর্যাদা সম্মান অস্তিত্ব বিলীন করতেই
ভালোবাসা সুখের অরন্যকে দু,পায়ে ঠেলে
মুহূর্তে বদল করে নিজেকে অস্ত কুঁড়ে ছুড়ে
সাজিয়ে স্বপ্ন বাসর ভালোবাসার এ প্রতিদান।
রচনাকাল : ১৯/০৭/২০২২