কালের গর্বে হারিয়ে যাব ০২
জামাল উদ্দিন জীবন


ছুটে চলা অবিরাম গতি নিয়ে অদৃশ্য বন্ধনে
মোহ কিসের টানে পিছু ফিরে তাকাই পানে
নির্বোধ এত টাই মত্ত তোমার প্রেমে বলতে
কুণ্ঠিত ভাষায় চেয়ে আছি সর্বদা আঁখি পানে।


শুনেছি বদলে গেছো আগের মত নেই ক্ষণে
লোক মুখে শোনা কথা বিশ্বাস হয়নি বলেই
স্বচক্ষে দেখতে এলাম ফেলে আসা গাঁয়ে
বন লতার পাশে ঘেরা পল্লবে ছাউনি ঘর।


কিশোর বেলার মধুর স্মৃতি মাখা পথ গহীনের
কথোপ কথন বাঁশির সুরে আল্ত আলিঙ্গনে
শত বায়না ছিলো মোর ধারে মনে কি পরে
বেমালুম ভুলে গেছো বড়ই বৈকি সুখে আছ।


দেখ চাঁদ উঠেছে আকাশে বাতাসে দোলে হিয়া
তোমায় কাছে মন প্রাণ ব্যাকুল প্রাণের দরদিয়া
হৃদয় মাঝে অবিরত রক্ত ক্ষরণ ভারি নিঃশ্বাস
হলো মোর প্রেমের ইতি টানা ফেলে দীর্ঘ শ্বাস।


অভিমানী বেশ ফিরলে না তুমি চির চেনা নীড়ে
আমি চলেছি ঠিকানা বিহীন পথে লোকের ভিড়ে
জানি দেখা হবে না তবুও যদিও দেখা হয়ে যায়
কালের গর্বে হারিয়ে আজ জ্বলছি নীল সীমানায়।
রচনাকাল :২৪।০৭।২০২২