কোথা হতে আইছো মানুষ
জামাল উদ্দিন জীবন


কোথা হতে আইছো মানুষ
আবার কোথায় যাবে চলে ২য়
জগতের এই রঙ তামাশায়
ভুলে আছ সব কার আসায় ২য়


মোহ মায়ার বন্ধ ঘেরা চারি ধার
কোন খেয়ালে বলছ সবি তোমার ২য়
স্ত্রী পুত্র জোড়ার ভাই নয় আপন
ছেড়ে যাবে সংসার রক্তের বন্ধন ২য়


পড়ে ছিলে অন্ধকারে একাকী আধারে
ছিল না আলোর দিশা আসলে বাহিরে ২য়
পাঠালে যে মহাজন চিনে রেখো তারে
ভুল গেলে ঐ নাম পড়বে বিষম ফেরে ২য়


খেলছো পুতুল খেলা তোমার ইচ্ছে মতন
হরষে মজে থেকে হারাইলে মানিক রতন ২য়
জীবন বলে কত আয়োজন করলে না যতন
বিফলে গেলোরে তোর  পরম ধন মানব জন্ম ২য়
রচনাকাল : ২৪/১১/২০২২