মৃত্যুঞ্জয়ী ০২
জামাল উদ্দিন জীবন


বুক ফাঁটেতো মুখ ফুটে না অবলা নারী
স্বামী ছেলে হারানোর ব্যথা কি বইতে পারি?
একুশ এলেই শোক বেড়ে হয় যায় দ্বীগুন
চিৎকার করে বলি লাল জমিনে খোকার রক্ত।


সবুজ ফসলে স্বামীর ঘাম জরিয়ে আছে
আম্র কানুনে সুঘ্রাণ বাতাসে দোলা দেয়
প্রকৃতি মোরে খোকার আগমনী বার্তা শুনায়
মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদের খোকা অংশীদার।


কেন কাঁদ বার মাস খোকা হয়নি কভু পর
মাতৃ ভাষার জন্য প্রাণ দিয়ে হয়েছে অমর
মধুর সুরে বলি কথা ডাকি মায়া ভরা ধ্বনি
বিশ্ববাসী এক সুতোয় গাঁথা কবিতা গান গল্প।


বাংলা ভাষায় সারাটি জীবন বার বার শুনতে চায়?
হাছন লালন নজরুল রবি সুফিয়া কামাল রোকেয়া
সকলে একি সুরে গেয়েছে মধুর বোল বলে পাপিয়া
জন্ম আমার স্বার্থ ক দেখ জীবন হলো মোর পরি পূর্ণ।


বর্ণ মালা মান রাখিতে মায়ের ভাষার দাম জানাতে
উৎসর্গ করে প্রাণ জগতে সকলের তরে হই মহিয়ান
ধন্য আমার মানব জনম এসে মাগো এই না ধরা ধামে
তোমার মুখের কথা শুনে কান পেতে বিশ্বের সকল জনে।