অবসান
জামাল উদ্দিন জীবন


দু নয়নে দেখা স্বপ্ন যদি সত্যি হয়
তোমায় নিয়ে সুখের বাসর গড়বো
হস্ত যুগল বন্দি হয়ে যদি পাশে থাকো
সারাটি জনম তেপান্তরে হারাবো আমি।


যত্নে কর্ণ কুহুরে বাজে তব নামের ধ্বনি
সহস্র জনম অতিবাহিত করে শুনবে তুমি
মনের বাজারে কার নামে দিবসে নিশিতে
মর্মে মর্মে যেন শুনতে পাই প্রতিধ্বনি রূপে।


আজ মনের মন্দিরে প্রমত্ত পদ্মার ঢেউ উঠেছে
নীরব শান্ত অবাক অপলক দৃশ্য পানে তাকিয়ে
আত্ম চিৎকার করে বলছি তোমায় শুনতে পাও
কি বোবা ভাষা পাঁজর ভাঙ্গা বেদনার করুণ সুর।


হৃদয়ের আঙিনায় কত ছবি ভাসে লুকিয়ে দেখি
আমার মত তোমার নাসিকায় লাগে না কখনও
অন্তর পোড়ার গন্ধ সেটা বুঝতে পারো না কখনও
উপলব্ধি করা ভুলে গেছে অনুভূতিটা মরে গেছে।


চাইলেও মন থেকে কাছে আসতে ইচ্ছে হয় নাগো
ভালোবাসার মনে একবার বুঝলে ছেড়ে যেতে কি
মানব জীবনে অর্থ সম্পদের প্রয়োজন অত্যাবশ্যক
হীরা কাঁচ দুটো চক চক করে জহুরীই চিনতে পারে।


আসল নকলের ব্যবধান সুখের অন্বেষণে ফেলে
স্বপ্নের পৃথিবীর আড়ালে হারালে গড়ে নতুন ভুবন
মিথ্যে মোহ মায়া জাল সুখ বিলাসী হতে চেয়ে এই
আমি দুখের সাগরে নিমজ্জিত ধীরে ধীরে হারিয়েছি।


জীবনের সব কুল কোন ভুলে তোমার আগমনে হেথা
ঠিক তেমনটাই আছো মিথ্যে সন্দেহ অভিযোগ অনুরাগ
ভুল বুঝা বুঝির অবসান হলো ঠিকই অনেকটা দেরিতে
পদ চিহ্ন এঁকে দিয়েছ এসে দেখি সাদা কাপড়ে মাটিতে।
রচনাকাল : ১৭।০২।২০২২