পথ ভোলা যাত্রী ০২
জামাল উদ্দিন জীবন


অপেক্ষার প্রহর হয়নি আজো শেষ
স্মৃতি গুলো মনে জমা গুমরে কাঁদে
প্রতি নয়তো আঁখি জল ঝরে নীরবে
শূন্যতার মাঝে বিশালতা জল রাশি।


দু হাত বাড়িয়ে থাকি কবে পাব দেখা
অশান্ত নদীর মোহনায় একাকী বসে
খুঁজি হারানো দিন গুলি ফিরে পাব কি?
জীবনের অন্তিম লগ্নে এসে মরমে মর্মে।


বুঝেছি তোমাকে বড় বেশি প্রয়োজন ছিলো
মিথ্যা মোহ মায়ায় ভুল জনকে করে বিশ্বাস
নিদারুণ ব্যথা বুকে নিয়ে দিবা নিশি করি যে
হায় হুতাশ জানি ফিরবে না অভিমান করে দুরে।


চলে গেছো অভিযোগ কখনও তোমার ছিলো না
ঠিক যেন বেলা অবেলার মধ্যে সমীকরণ চলছে
তুমি জয়ী পরাজয় আমার সঙ্গী বরন করেছি তাকে
কতটা অটল অবিচল লক্ষ্য স্হীর হলে সামনে এগিয়ে।

যাওয়া যায় নিজেকে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহনের
জন্য সকল কাঁটার আঘাত দু পায়ে মাড়িয়ে অবিরাম রক্ত
ঝরিয়ে তোমার পথ চলা সামনে এগিয়ে যাওয়া অবলোকন
করলাম ক্ষণিক সুখের জন্য চির স্থায়ী সুখ বিসর্জন দিয়ে।

দুখের সাগরে একলাই ভাসি বুকের জমানো যন্ত্রণা ব্যথা
নয়নের নোনা জল বক্ষ ভেসে যায় সবার অলক্ষ্যে নিভৃতে
নির্জনে অপেক্ষা রত আমি যদি আস তুমি ফিরে কভু মনে
করে ভুলকে ফুল দিয়ে সাজাতে পথ ভোলা যাত্রীর বাসরে।