প্রেমের কলঙ্ক ০২
জামাল উদ্দিন জীবন


প্রেম প্রেম করে মরি  জগতে তার সাধ বলো কি আছে?
লোকের কথায় ভুলা কি যায় শুধু মনে প্রাণে যারে চায়?
সহস্র জনম অপেক্ষায় থাকতে চাই প্রিয়া ওগো তোমার জন্য
তুমি ভালোবেসে মোর জীবনে এসে করো আমায় এবার ধন্য।


সকল শূন্যতা পূর্ণ হবে মনে বড় আসা পাব সঙ্গীর ভালোবাসা
ধীর যুগল চরণে চুপি চুপি আসে দুরু দুরু কাঁপে ভয়ে হিয়া
কে দেখে কে কি বলে সমাজ সংসারে কলঙ্কের কালি লাগে
অবুঝ মন তারে শুধু চায় কি করে বুঝই নির্জনে বড় অসহায়।


মনে লাগে ভয় প্রাণের সংশয় নিঝুম সন্ধ্যায় দাঁড়িয়ে আছি
বন্ধুর বিহনে একাকী জীবনে বেঁচে থেকেও যেন মরে গেছি      
শ্বয়নে স্বপনে হেন জাগরণে এখন দিবা নিশি খুঁজে বেড়াই
আমি অভাগিনী হয়ে কলঙ্কিনী ভিজা শাড়িতে ঘরে ফিরে যাই।


সারা নিশি মোর কাঁদিয়ে কাটে শখার বিরহ ব্যথা বুকে
কারে নিয়ে আছো তুমি মহা সুখে বেঁধে মিলনের বাসর
সখি প্রেমের টানে বারে বারে প্রাণে তোমাকে খুঁজে বেড়ায়
স্বর্গ সুখ তোমার মাঝে হয়নি ঘর বাঁধা তোমাকে আমি চাই।