প্রিয়তি তোমায় বলছি ০২
জামাল উদ্দিন জীবন


নিশিতে প্রদীপ হাতে দাঁড়িয়ে আছ উনুনের পাশে
সাঁঝের সন্ধ্যায় বাতাবি লেবুর ধারে ছুঁয়ে হস্ত খানি
কুমড়ো,লাউ, ফুলের সঙ্গে প্রাণের উচ্ছ্বাস মিশে
পানে চেয়ে আলতো ছোঁয়ায় ঘরে ফিরতে একাকী।


বাঁশ ঝাউ বনের মাঝামাঝি স্থলে বসা দুজন নির্জনে
আমরা যুগল বন্দি হয়ে ভাবি কেমন করে সাজাবো
মোদের স্বপ্নের বাসর হাতে রেখে হাত করে শপথ
দু জনায়,আমি একা তুমি রয়েছো কোন অজানায়।


চাঁদ বাঁশ ঝাউ বন সকল যথাস্থানে দাঁড়িয়ে আছে
তাদের মত শুধু তুমি নেই এই জীবনের সাথে
সঙ্গী হীন একা করে কোথায় হারালে বলো না?
কত বসন্ত পূজা পার্বণ আয়োজন নিত্য হয় এখানে।


দিন যায় রাত আসে তুমি কেন আসো না ফিরে ?
সময়ের ধারায় কালের বিবর্তনে সবই ফিরে আসে
আজও অপেক্ষা করে বর্ষা রাতে নিদ্রাহীন দুটি চোখে
বসে থাকি তোমার জন্য দীর্ঘ শ্বাস বুকে জমা রয়।


হয়ে মোর প্রতিটি নিশ্বাস ছুটে যায় তোমার পানে
সোনালী অতীতের সোনা মাখা দিনগুলো পরে রয়
আজ সকল স্মৃতি মোর জীবন জুড়ে বয়ে বেড়ায়
আমিও যাব হারিয়ে অবেলায় তোমাতে মিশে।