প্রশ্ন নয় জানতে ইচ্ছে হয় ০১
জামাল উদ্দিন জীবন


নিঃশ্বাসের ভিতরে থেকে তুমি বিশ্বাসের ঘরে করলে চুরি
সব হারিয়ে হয়ে গেছি আজ আমি ফেরারি তোমার জন্য
আপন হতে চেয়ে হয়েছি অনেক বেশি পর আমি যাযাবর
আপন হাতে ভাঙ্গলে আমার স্বযতনে গড়া বিশ্বাসের ঘর।


আমায় পর করে দিয়া বলেছ আমি তোমাকে দুরে রাখি
তোমার স্বার্থের জন্য আমায় দিয়ে গেলে শুভঙ্কর ফাঁকি
কাছে থাকতে চেয়েছিলাম জান এখন নিজেই দুরে থাকি
আঁখি যুগলকে বলেছি যেন না দেখে কভু তোমার পানে।


জীবন চলার সাথী হবার কথা দিয়ে ফেলে গেল একা নির্জনে
ভেবেছ বাঁকি পথ টা চলতে পারবো না এখানে থকবো পড়ে
বিশ্ব জগৎ দেখেছি দু,নয়নে এখন চলার পথে নেই কোন ভয়
অনেক উতলা হয়ে তোমাকে খুঁজেছি আমার মনে হিয়ার মাঝে।


তুমি পাষাণ হৃদয় নিয়ে আমার ভালোবাসাকে পায়ে ঠেলেছ
আজ দীর্ঘ দিনের ঘুম ভাঙ্গা প্রহরের হল অবসান ভুবন মাঝে
একটি মিথ্যে স্বপ্নের পথে ছুটে চলেছিলাম মরি চিকা হয়ে
আমি শুধু একাই সেখানে ছিলাম তুমি ছিলে না সঙ্গী হয়ে।