প্রয়োজন ০১
জামাল উদ্দিন জীবন


বাস্তবতার ইন্দ্র জালে ঘেরা দুচোখে স্বপ্ন আমার
কল্পনার জগৎ স্বপ্ন বিলাসী নিশি আধারে ডাকা
শুধু তোমার জন্য সাজানো শত রঙে রঙিন পৃথিবী
অভিযাত্রী আজ ছন্দহীন চলার পথ জগত মাঝে।


জীবন চলার গতি পথ মন্থর হয়েছে থেমে নেই
এই যা হয়তো স্বাভাবিক গতি হারিয়েছে কিছুটা  
অন্ধ চোখের আলয় বন্ধ চলার বাতিটা হয়তো
নিভু নিভু প্রজ্বালিত হয়ে আজও জ্বলছে নিভেনি।


আমি একাই ভেবেছি তোমাকে নিয়ে তুমি না
তুমি একবারও মনের গহীন কোনে ঠাই দাওনি
বুকের কান্না হৃদয়ের যন্ত্রনা শুনতে পাও না কর্ণে
আমার মুখের পানে ভুল করেও কি তাকাওনী।


আহ –রে পোড়া অন্তর ক্রন্দন রত হৃদয় আমার
বালিশ ভেজা রাতে নিঃসঙ্গতা শুধুই আমার বুকে
বুক ভাঙ্গা হা হা কার না পাওয়ার বেদনা আমার
ভুবনে প্রজাপতির মত ডানা মেলে উড়ে বেড়াও।


আমার ভালোবাসার রাজ্যে তুমি ছিলে মনের রাণী
নীল রঙ আকাশের গায়ে বুক ভরা বেদনার রজনী
অযৌক্তিক অগণিত কত আবদার ছিল তোমার কাছে
বুঝিনি তোমার জীবনে বিন্দু মাত্র রেখা পাত করেনি।