সুখ পরো বাসি ০১
জামাল উদ্দিন জীবন


কুহু কুহু কূজনে বনে ডেকে যায় পাপিয়া
পত্র পল্লবের সনে দেখি উঠে আজ মাতিয়া
শোক বিহ্বলের ব্যথায় ভরে উঠে মোর বুক
এতই হয় নির্লজ্জ ওদের বুঝি নিদারুণ সুখ।


সুখ সুখ করে কান্দোরে মন বশেই  দিবা নিশি
দুখের রাজ্য ঘেরা পৃথিবী ওগো সুখ পরো বাসি
জীবনের তরে দুঃখরে আপন করিতে হও আগুয়ান
নয়ন জ্বলে বুক ভাসে কেঁদে আকুল হই পেরেশান।


এই কি লিখা ছিলো ললাট মোর বড় ব্যথার দান?
কে দেখে মোরে শুনবে কেরে বলি দুখের ইতিহাস?
বারোটি বছর কেঁদে পার হলো করিনি হায় হুতাশ
ফিরেছে মাঘ বাংলায় বুকে হিম হিম শীতল হাওয়া।


ঘরে চৌকি খানা খালি পরে আছে হেথা খেঁকা ঘুমায়
নিত্য কত বায়না আবদার করে পরম মমতায় কোলে
কেমন করে দূর দেশে ঘুমায় মানিক অমার মাকে ভুলে
যাবার বেলায় বলে গেলো মাগো আসবো ফিরে ভূমে
তোমার আমার কথা কেড়ে নেয় বন্ধুরা সকলেই রণে।
রচনা কাল : ৩০।০১।২০২২