সুখী না ০২
জামাল উদ্দিন জীবন


আমার হৃদয় নিংড়ানো
মন‍ উজাড় করা ভালোবাসা
কোন টার মূল্য ছিল না তোমার কাছে
অন্যের ধ্যানে আদিম তায় তুমি মগ্ন।


নিমজ্জিত ছিল মায়াবী আলোর আভায়
যা প্রয়োজন সার্বিক অর্থে হয়তো পেয়েছ
জীবনের প্রয়োজনও মিটে যাবে তোমার
কোন বন্ধন চিরস্থায়ী সম্পর্কে এর জন্য।


কি লাগে তুমি জান না না বুঝতে চাও না?
সম্পর্কের জন্য বিশ্বাস থাকতে হয় অটুট ভাবে
সুখের জন্য অনেক কিছু প্রয়োজন হয় না
একটা সুন্দর মন আর বিশ্বাসী এক জন।


নিজের মনের মত করে সাজিয়ে নিও তাকে
তুমি দেখবে পৃথিবীতে চলতে গিয়ে কখনও
সুখের কোন অভাব হবে না জীবনে কোনদিন
তুমি সুখী না কারণ সুখ বুঝ না অন্য কিছু খুঁজ।


সুখ মানে অজস্র টাকা পয়সা ধন সম্পদ না
সুখ হলো নিজের স্বপ্নগুলো নিজের মত করে
একজন বিশ্বাসী মানুষ নিয়ে পথ চলার আনন্দ
যাকে সারা জীবন পাশে পাবে আপন করে।


ধরণির বুকে পাশাপাশি অবস্থান আজ এক সাথে
বহু দূর পথ পারি দিলাম অথই সাগরে ভেসে
আপন মনে সুখের ঠিকানা খুঁজে বেড়াই একাকী
নীরবে নির্জনে ভাবি সর্ব সুখ বিরাজমান তোমাতে।