তোমার অপেক্ষায়
জামাল উদ্দিন জীবন


আজও আমি জানালা মেলে তাকিয়ে থাকি
অবিরত তোমার ফিরে আসার অপেক্ষায়
জানি তুমি ফিরবে না নীড়ে তবুও তাকাই
ভুল করে এসে বলো চলো না ঘুরে আসি।


অবিরাম দু নয়নের জলে বক্ষ ভেসে যায়
হয় না মায়া তোমার মনে আপনাতে দেখি
আমি স্বপ্ন দেখি আঁখির মাঝে তোমার বসতি
হৃদয়ের প্রান্তে স্বযত্নে আঁকা আছে  ছবি খানা।


আকাশটা আজ অমানিশা অন্ধকারে মেঘে ঢাকা
চাঁদ তারাগুলো অন্ধকার দূর করে আলো দেয় না
আজ স্বপ্ন হীন বাস্তবতার মাঝে শূন্যে করি বসবাস
আমার ঘরে ফেরা স্থবিরতার ক্লান্ত দেহ খানি নিয়ে।


ভাবছি সুপ্ত বাসনা আমার কি অপূর্ণ ই থেকে যাবে?
ঝরনার গতি সঞ্চারে অবিরাম ধারায় ঝরছে বারি
অশ্রু সিক্ত আঁখি দুটি হতে  ঋীণ পরিশোধ করতে
বিরহে স্বযতনে গড়া পুষ্প উদ্যান মরুতে পরিণত।


বলতে কুণ্ঠিত কি কারণ ছেড়ে যাবার শুধায়?
সীমা হীন ভালোবাসা বন্দি হৃদয়ের দার প্রান্তে
নীল বেদনায় বিষাক্ত খুঁজতে আসেনি তোমায়
বুকের জমিনে লিখেছি নাম তুলতে পারবে না।


এ দেহে প্রাণ থাকতে পারবে না কভু ভুলে যেতে
পথের বাঁকে দুজন দাঁড়িয়ে আসবে ফিরে আসায়  
আমার সনে ফিরে যদি পাই এ জীবনে তোমায়
হারিয়ে যাবো ঐ দূর নীলিমায় জীবনের সঙ্গী করে।