তোমার শুরু আমার শেষ ০১
জামাল উদ্দিন জীবন


আজ আমি রিক্ত শূন্য হয়ে গেছি তাই
কি আছে তোমাকে দেবার মত আমার?
কি কারণে তুমি আস বারে বারে ফিরে?
আমার তরে বুঝি না আমি এখন তা।


তোমার উদ্যম ভালোবাসার সে দ্যুতি
ছড়ানো দিন গুলির কথা আজও আমার
বড় বেশি মনে পড়ে কেন জানি বুঝি না?
আমার। হৃদয় মনে জুড়ে কিসের শূন্যতা


না পাওয়ার সে হাহা কার কুঁড়ে কুঁড়ে খায়
দিবা নিশি আমাকে পুড়ায় অনলে তুমি কি?
কখনও তোমার আঁখি পানে দেখতে পাও না?
নীল আকাশের সাথে ভূমির অপরূপ মিতালি।


তুমিও আমার প্রেমে সর্বদা আচ্ছন্ন মগ্ন ছিলে
তোমার হৃদয় মন জুড়ে আছে আমার বসবাস
সেই তুমি আজ বড় অচেনা হয়ে গেছো এখন
আমার পানে কেন? তুমি আর ফিরে আসো না।


বয়সের ভাড়ে আজ নতজানু চুলে রঙ ধরেছে
দু’ আঁখিতে ঝাপসা দেখি শরীরে ভাঁজ পড়েছে
শ্রবণ শক্তি লোপ পেয়েছে গায়ের জোর হারিয়েছে
রঙিন সোনা মাখা দিনগুলি আজ বিবর্ণ হয়েছে ।


আমি কি আর এ জগতের অধিবাসী আছি এখন?
পরবাসে যাবার অপেক্ষায় দুটি চরণ বাড়িয়ে আছি
সময় ও কালের স্রোতে আমার সকল হারিয়ে গেছে
আসা যাওয়া চাওয়া পাওয়ার মাঝে হারানোর বেদনা।