তোমাকে ভালোবেসে আমি
জামাল উদ্দিন জীবন


তোমাকে ভালোবেসে আমি
হয়তো বেশ ভুল টাই করেছি
কারণে অকারণে ক্ষণে ক্ষণে
অস্তিত্বে যে আঘাত কর তুমি।


দীর্ঘ সময় পথ চলার পরেও
নিত্য অযথাই শত অভিযোগ
যাকে ভালবাস তাকে বিশ্বাস
করাটা জরুরি নয় কি? কেন?


নিত্য সময়ে মিথ্যে দোষারোপ কর
এটা তোমাকেই মানায় অভিনেত্রী
বারংবার নিষেধ করার পরেও সেই
তুমি প্রিয় জনকে তুচ্ছ তাচ্ছিল্য কর।


যতটা সহজে তুমি তাকে কাছে পেলে
সে সস্তা হতে পারে অন্যরা তার খোঁজে
সারাটি জীবন ধরে দিবা নিশি এক করে
অমূল্য সম্পদ অবহেলায় অযত্নে হারায়।


সময়ের পরিক্রমায় কালের বিবর্তনে টানে
সব হবে শেষ অবিনশ্বর নিয়ম ধরা ধামে
নিষ্ঠুর নিয়তি ভোলায় চলার  গতি সীমা
একলা পথে চলেছি আমি ওগো তুমি হীনা।


ভেঙ্গেছে ভুল ফুটেছে বৃক্ষ রাজিতে  শত ফুল
কূল কূল প্রবাহিত হয় বহমান নদীর জল ধারা
তোমায় ভালোবেসে আপন করেছি এ জীবনে
বন্ধু সাক্ষি ছিল আকাশে উদীয়মান চন্দ্র তারা।


জোনাকির আলো আঁখিতে ঝিঝিরা করে গান
পত্র কলি ধরেছে বায়না কাছে আসতে আহ্বান
মর্মে মর্মে বুঝেছি হারিয়ে শুধু খুঁজেছি বসু ধায়
তুমি ছাড়া আমি আজ একা লাগে বড় অসহায়।


মোর প্রিয় জন নেই পাশে আজ একলা জাগি
নিশি ভোর করে পাখিদের কণ্ঠে বিরহের গান
কর্ণ কুহুরে শোনায় যন্ত্রণাময় অঙ্গ জলে যায়
আস ফিরে বাহু ডুরে রাখব পরম মমতায়।