তুই না চিনিয়া পাক পাঞ্জাতন
জামাল উদ্দিন জীবন


তুই না চিনিয়া পাক পাঞ্জাতন
কিসের করো গো সাধন ভোজন ২য়
মানব জনম বৃথায় গেলো চলি
কোন খেয়ালে রইছো সবি ভুলি  ২য়


আসিয়া ভব পারে আছো কি ঘোরে
সংসার বেড়ি মায়ার ডুরি ফের ধরে  ২য়
হেলায় হেলায় হারালি মানিক রতন
ও দেখলি না তোর প্রভুর রূপ কেমন ২য়


মানুষ চিনতে চাইলে সাই নিরাঞ্জন
আপন দেহের মাঝে করো  বিচরণ ২য়
পেলে মানব জনম দিল সুন্দর গড়ন
কোন মোকামে রইছে পরে পরম ধন ২য়


দেহের মাঝে গুপ্ত ধনের করো আরাধনা
ধ্যানে জ্ঞানে মাওলার নাম কভু ভুলো না ২য়
পাঞ্জাগেনা নামাজ পর আল্লার নামটি ধর
নিদান কালে নিয়ো পারে আমায় রাব্বানা ২য়


আল্লার নূরে নবী সৃষ্টি নবীর নূরে সকল সৃষ্টি
সৃষ্টির সেরা পাক কোর আনে করেছে ঘোষণা ২য়
কোরআন হাদিস তালাশ করো বাক্য মিথ্যা না
সত্য বাণীর প্রচারণা মুমিন কেন তাও বুঝলে না ২য়


আরশ কুরছি লৈাহ কলাম  জগতে রয় প্রমাণ
কবি জীবন বলে পাপী মুখে করছি গুন গান ২য়
সারা জীবন ঘুরলে কার পিছে কিছু বুঝলে না
মানুষ মোহ মায়া জগত সংসার সকল মিছে ২য়
রচনাকাল : ১৯/০২/২০২৩