ভেঙ্গে গেছে মিলন মেলা
বন্দ এখন সকলের খেলা ২য়
চলে যাব আপন বাড়িতে
নাইওরিগো ভাসাও ভেলা। ২য়


ক্ষণিক সময় আছে বাকি
বেলা বিদায় বলছে ডাকি ২য়
রঙ মহলের সব আয়োজন
ছেড়ে এবার দিবোগো ফাঁকি। ২য়


সঙ্গের সাথিরা আজ ভুলে রয়েছে
নাম পরিচয় সব নাকি মুছে গেছে ২য়
জগত সংসার শুধু মিছে কিছুই নয়
সাদা কাপড় পড়াইয়া হবে বিদায় ২য়


দালান কোঠা সুন্দর নারী হইবে পর
আল্লাহ তোমায় ভুলে বলি সবি আমার ২য়
শেষ গোসল করাই রাখে খাটিয়ার উপর
জীবন বলে রাইখা আসবো অন্ধকার ঘরে। ২য়
রচনা কাল : ০৫।০২।২০২২