মৃত্যু আমায় দেয়না ধরা এই জগৎ সংসারে,
বাঁচতে আমি নাহি চায় এই ধরনীতে।
আসেনা তবু মৃত্যু আমার জীবন কুঠিরে,
প্রার্থনা করি খোদা মৃত্যু দে নারে।
অপেক্ষাতে থাকি আমি, অপেক্ষার শেষ নয়।
যাবার জন্য সকল প্রস্তুতি, মৃত্যুটা হলে হয়।।
প্রতিটা মুহূর্তে খুজি মৃত্যু, মৃত্যু নাহি পায়।
পাপের বোঝা বইতে বইতে সময় যে চলে যায়।
দাদা দাদি, নানা নানি গেল যে সবাই।
রাতের আকাশে খুজে ফিরি তাদের দেখা নাই।
স্বপনেতে ডাকে আমায় বাস্তবে নাহি পায়,
যাওয়ার জন্য সকল প্রস্তুতি মৃত্যুটা হলে হয়।।
স্নেহের বাঁধন ছিড়ে চলে গেল অনেক দুরে,
বারটি বছর ধরে ডাকছে বাবা,
বুকে টেনে নিতে নাহি পারি,
সাধ্য নেই আজ বাবার হাত ধরি,
সকল বাধা পেরিয়ে আজ যেতে ইচ্ছে হয়,
যাওয়ার জন্য সকল প্রস্তুতি মৃত্যুটা হলে হয়।।
দু'হাত ছুঁয়ে দিলাম মাটি আত্বীয় স্বজন যত,
একে একে সবাই গেল, আমি আছি অক্ষত।
ডাকছে আমায় বন্ধু আমার, ডাকছে আমার স্বজন,
কান্নাস্বরে ডাকছে আমার যত আপনজন।
মৃত্যু আমি ডাকি সদা মৃত্যু নাহি পায়।
যাওয়ার জন্য সকল প্রস্তুতি মৃত্যুটা হলে হয়।।