ওগো স্বার্থনিশি কবি
স্বার্থ পুরালো বলে গেছ তুমি চলি।
আবেগের ডানা আজ মেলে নীল আকাশে,
খুজে ফিরি কবি তোমায় সমস্ত ভূবনে।
নীল আকাশের নীল রং ঢাকা পড়ে মেঘে,
তুমি কবি চলে গেলে কোন সে আবেগে?
যাবার বেলায় কবি তুমি কাদিয়ে গেছ আমায়,
সূখে যদি নাহি থাক ফিরে এসো এই আঙ্গিনায়।
অলস আমায় ভাবিও না কবি,
অসহায় আমায় ভেবো না।
তোমার ভালবাসায় দূর্বল হলাম,সেকি তুমি জাননা?


ওগো স্বার্থনিশি কবি,
কিসের আশায়,কিসের নেশায়?
আমাকে দিয়েছ পর করি।
সূখ জিনিসটা বড়ই মধুর,সবাই তো খুঁজে হায়,
সবার কপালে যে সূখ সইবে কবি, এমন তো কথা নয়।
তাইতো কবি হাজার অনুরোধ,হাজার বাধা,হাজার ভালবাসা ছিড়ে,
তুমি কবি চলে গেলে,সূখের সেই পথটি ধরে।