এইতো সেদিন,
তোমার চলে যাওয়ার দিন।
আমি হতবাক হয়ে শুধু তোমায় দেখেছি,
কি যেন বলতে চেয়েও থমকে গিয়েছি।
তোমার হাতটা চেপে ধরতে চেয়েও পারিনি,
তোমার চোখের ভাষা খুজতে গিয়েও ব্যর্থ হয়েছি।
আমি নির্বাক
আমার শ্মসানচারী হৃদয়টার হা হাকার ছাড়া আর কিছুই শুনতে পাইনি।


এইতো সেদিন,
তোমার চলে যাওয়ার দিন।
কি একাকিতবটাইনা আমাকে তারা করেছিল,
কি অসম্ভব যন্ত্রনাটাইনা সহ্য করতে হয়েছিল,
কি অস্পস্ট চাপা কান্নার আওয়াজটাইনা হয়েছিল,
চিত্‍কার করে কাঁদতে চেয়েছি,
কিন্তু পারিনি।


এইতো সেদিন,
তোমার চলে যাওয়ার দিন।
তোমার চলে যাওয়ার দৃশ্যটা কতইনা অদ্ভুদ লেগেছিল,
অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি।
একটি বার মাএ একটি বার,ফিরে তাকানোর জন্য কতইনা মিনতি করেছিল আমার মন।


এইতো সেদিন,
তোমার চলে যাওয়ার দিন।
বিকেল গড়ে সন্ধে হয়েছিল।
আমি আনমনা ঠায় দারিয়েই ছিলাম,
পিছন থেকে মটর গাড়ির হর্ন শুনে সম্বিত ফিরে পেয়েছিলাম।ওপ
আমার হৃদপিন্ডটা কে যেন ছুরি দিয়ে ফালি ফালি করে কাটছে।
আমি বিস্বয়ভরে তাকালাম।


সেদিন কি আকাশে মেঘ করেছিল?
বৃষ্টি হয়েছিল?না কি ঝড় হয়েছিল?
তবে এটা নিশ্চিত সেদিন আমার মনের আকাশে হটাত্‍ বজ্রপাত হয়েছিল।


এইতো সেদিন,
তোমার চলে যাওয়ার দিন।