দু'চোঁখ আমার আগ্নেয়গিরি,
অশ্রুতো নয় যেন তপ্তলাভা,
হৃদপিন্ডটা জ্বলে পুড়ে ভষ্ম,
ধ্বংস স্তুপে দারিয়ে একলা আমি।
মৃত্যুর মিছিলে আমি সর্বশেষ যাত্রী,
প্রতিটি রক্তকনায় বিষাদের ডেউ,
প্রতিটি দীর্ঘশ্বাস যেন আগুনের স্ফুলিঙ্গ,
দুঃখে কষ্টে জ্বরাক্রান্ত দেহটাই অবশিষ্ট।


এই ভগ্নহৃদয় আজো তোমার স্নেহ পাওয়ার জন্য ব্যাকুল;
বেহায়া স্মৃতিগুলো মস্তিষ্কটাকে গ্রাস করে আছে,
তোমার নরম আদর আমাকে এতোটাই উম্মাদ বানিয়েছে যে-
এই নির্মম সত্যটা যমের সামনেও আমার বলতে দ্বিধানেই-
আমি ভালোবেসেছি, শুধু ভালোবেসেছি...