সমাজের মাঝে নষ্টা বলে
আখ্যা দিয়েছো যে নারীকে?
দিনের শেষে তুমিও তো যাচ্ছ,
যৌবনের স্বাদ মিটাতে,
ওই নারীর মনের দ্বারে৷


কণ্ঠ রুদ্ধ করে নিচ্ছ তুমি
অবিরত যৌবনের স্বাদ,
বুঝলে না কভু নারীর মন
করছো তুমি দিবানিশি তিরস্কার৷


তবে কেন নারী নষ্টা হলো?
তুমি কেন হলে সাধু বটে?
কেনই বা নষ্টা বলে আখ্যা দিলে
নারীর মান যৌনতাতে?


কখনো কি পিছু তাকিয়ে দেখেছ?
তোমার মনের তৃপ্তি মেটানোর পরে,
রক্তের সাগরে ভেসে ক্লান্ত হয়ে--
কেঁদেছে চার দেওয়ালের মাঝে,
বদ্ধ ঘরে-কণ্ঠ রুদ্ধ হয়ে-সংগোপনে৷


নারীর গর্ভে জন্ম হয়ে--
করছো তুমি নারীর প্রতি নির্ঘুম অত্যাচার,
তুমি যদি নারী হতে---
বুঝতে পারতে নারীর কষ্টের আর্তনাদ৷


নারীর চরিত্রে লাগিও না কলঙ্কের দাগ,
ভুলে যেও না কেউ কভু,
নারী হলো বিশ্বের শ্রেষ্ঠ
জগৎ জননী 'মা"---
নারী না থাকলে কেহ দেখত না,
এই বিশ্বললাটের রঙিন আলো৷৷