স্বাধীনতা,স্বাধীনতা,স্বাধীনতা
তুমি অমর বাণী হে স্বাধীনতা
তুমি সেই বাণী যাতে রয়েছে রক্ত
তুমি সেই বাণী যাতে রয়েছে অশ্রু


তুমি সেই মানবের অমর বাণী যে মানব হাসলে হাসে সারা বিশ্ব
তুমি সেই মানবের অমর বাণী যে মানব কখনো হার মানার নয়
সে চায় শুধু স্বাধীনতা,স্বাধীনতা এবং স্বাধীনতা।


সেদিন ছিল ৭১ এর ২৬শে মার্চ কালোরাত
ঘুমিয়ে ছিল দেশবাসী ঘুমিয়ে ফুটপাত।
কিন্তু হঠাৎ গুলির শব্দ,তার নেই কোন প্রতিকার
চারিদিকে চেয়ে দেখি হাহাকার,অন্ধকার আর চিৎকার।
এদিকে বঙ্গবন্ধু ৩২ নম্বর বাড়িতে হলেন গ্রেফতার
তার আগে ডাক দিয়েছিলেন স্বাধীনতার।


তাহার ডাকে একত্র হল দেশবাসী
যুদ্ধে  ঝাঁপিয়ে পড়ল বুকে নিয়ে খুশী
যুদ্ধে শহীদ হল ত্রিশ লক্ষ মানুষ
দুই লক্ষ মা বোনের ইজ্জত নিল,ওরা অমানুষ।
অবশেষে দীর্ঘ নয়মাস যুদ্ধ শেষের পরে
আমরা পেলাম স্বাধীনতা বিজয় অর্জন করে।