যে পথ অনেক আগে,দুদিকে গেছে বেকে
এখন আর কি লাভ বল সে স্মৃতি মনে রেখে?
মনে রাখব না আমি কাঁদব না নীরবে চোখের জল ফেলব নাক আর
যে চোখ আমার পাথর হয়ে গেছে সাধ্য কি বল জল ঝড়াবার


এখনও নিঝুম রাতে বসে তারাদের সাথে একলা একা কথা কই
আমার যে তারা ছিল আজ সে কোথা হারাল উত্তর খুঁজে নাহি পাই
ঠিক তখনই কি আকুলতায় চোখে আসে জল
কান্নাটা আজ মুছে নিয়েছি চোখ ঝড়িয়ে কি লাভ হবে বল?
না না কাঁদব না, ভালবাসব না নীরবে চোখের জল ফেলব নাক আর
যে চোখ আমার পাথর হয়ে গেছে সাধ্য কি বল জল ঝড়াবার