পাখিরা আমার বাড়ি আসে সকালে।
হেঁটে বেড়ায় ।
আমার ছিটিয়ে দেওয়া চাউল
খুঁটে খায়।
আমি এগিয়ে গেলে
ওরা পালিয়ে যায় । সে যাক ।


পাখি তো মানুষ নয়,
একদিন ঠিক বুঝে যাবে-
কেন আমি এগিয়ে যাই ,
কেন ছড়িয়ে দেই ভালোবাসার আধার।


পালিয়ে যেতে যেতে
ওরা একদিন ঠিক বুঝে যাবে-
মানুষের আসলে কোনো বন্ধু নাই।