জানালাটি আছে ।


পাশ দিয়ে হেঁটে যাই
আসি ফিরে,
কাঁপে দুরুদুরু বুক!


যদিও নেই সে বিহ্বল কিশোরী।
তার উৎসুক মুখ ।


কে জানে মানুষ কেন চলে যায়
জানালা থেকে আরেক জানালায় !