কালবৈশাখী ঝড়ে
একদিন বুড়ো বটগাছ মাথায় নিয়ে
আমিও দাঁড়িয়ে ছিলাম একা !


একদিন তীর্থের কাক হয়ে
একটা রঙিন জানালার কাছে
আমারও চলে গেছে নতুন যৌবন !
আমারও পুড়ে ছিল হাত
ভালবাসার অক্ষরে ! ..................... ...
.........................
সেই বুড়ো বটগাছ
সেই রঙিন জানালা
ভালবাসার অক্ষর
আজও আছে যে যার মতো


শুনেছি তুমিও আছো
কোথাও প্রজাপতি হয়ে ,
শুধু আমারই হয়নি
শুধু আমারই হয়নি অভিযোজন !