____________
সেই থেকে একটা নদী
আজও আমি খুঁজে যাই


যে নদী ভরা বর্ষায় ভাঙ্গে না তার কূল  
কিংবা  চৈত্রেও যায় না মরে


সে নদীর ঢেউ স্রোত গন্ধ থাক
প্রতিদিন  আমার শরীরে
আমি চাই তেমন একটা নদী


তার পাশে দাঁড়িয়ে আমি হব-
সত্যিকারের আমি


সেই থেকে একটা আমি
আজও আমি  খুঁজে যাই !