সময় যায়
কখনও ফিরেও আসে,
মরা গাছেও ফোটে ফুল,
মুখের নঁকশায় এক বিন্দু ঘাম
হয়ে যায় সপ্তাশ্চর্য !
আমি দেখি অথবা দেখায় ,
চোখের লেন্সে তুলে যাই সেই সব ছবি...


যদিও শরীর ও মনে বয়স বাড়ে
পৃথিবীও তার আপন কক্ষেই ঘোরে
চন্দ্রাবতী সাজায় সরল ঘর সংসার,


তবু সহজাত মূর্খতা আমার
ইদানিং যুবতী বৈরাগী হাওয়ায়
আমি উড়াই গোপন ঘুড়ি !