শীত আমার খুব অপছন্দ
শীতকাল এলেই আমি কুঁকড়ে যাই।


শীতকালে বাবা চলে গেছেন,
মা-ও চলে যান শীতের শুরুতে।
শীতকাল এলেই আমার
তাঁদের কথা মনে পড়ে।


বংশ-পরম্পরায়
আমিও কি চলে যাবো
কোনো এক শীতের রাতে ?


শীতকাল আমার খুব অপছন্দ,
শীত এলেই আমি কুঁকড়ে যাই !


          ১৭.১২.২১ খ্রি.