আসিবো ফিরে
  ___ শান্ত চৌধুরী


গৌধুলির মায়ায় হারাবো অক্লান্ত,
বঙ্গভূমিতে বার বার আসিবো  ফিরে।
কাক, শঙ্খচিল, শালিকের ডানায় চড়ে।
রৌদ্রের ঝাঝালো আম্রমুকুলের ঘ্রাণে
গ্রীষ্মের পাকা ফল হয়ে।
আমি আসিবো ফিরে বাঁশ বাগানের ফাঁকে
এক টুকরো জোছনা হয়ে।
বৃষ্টি স্নাত সন্ধ্যায় জলধারা হয়ে,
বৌন হাঁসের ঝাঁকে, এ বঙ্গভূমিতে।
আঁধারে জোনাক হয়ে,
প্রজাপতির রঙিন ডানার রঙ হয়ে,
গোধূলির ফুল কাননে।
সোনালী ধানের শিষে গাঢ় সবুজে মিশে,
ডাকানিয়া নদীর মোহনায়
ডিঙ্গি নাওয়ের দাঁড় বেয়ে।
আসিবো ফিরে হেঁছে, বুলবুলি
পাখির গাঢ় কলো পালক হয়ে।
শ্যামল সু-শীতল বঙ্গের দক্ষিণা হাওয়ায়
উড়ে বিকেলের ঘুড়ি হয়ে।
ক্রমাগত মহাকালের উর্বর বঙ্গভূমির
সারথী হয়ে আসিবো ফিরে।